আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ
এসএনসি বয়লারে ক্রটির কারণে সোমবার দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।
চলতি অর্থবছরে কারখানার আড়াই লাখ টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিসিআইসি। তবে কারখানায় ঘনঘন উৎপাদন বন্ধ থাকায় উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, দুপুরে কারখানার এসএনসি বয়লারে হঠাৎ করে ক্রটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে কারখানার উৎপাদন বন্ধের পর থেকেই স্থানীয় প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। মেরামত কাজ শেষ হয়ে কারখানার উৎপাদন শুরু হতে ২দিন সময় লাগবে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক জতিশ চন্দ্র রায় জানান, কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় সার সংকটের আশঙ্কা নেই।
« স্বাধীন বাংলাদেশকে মেধা শূণ্য করতেই জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের হত্যা করে রাজাকার-আলবদর বাহিনী–আল মামুন সরকার (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ »