আশুগঞ্জ থেকে অপহরণ :: কেরানীগঞ্জে উদ্ধার



আশুগঞ্জ থানাধীন ভবানীপুর এলাকা থেকে অপহরণের ২০ দিন পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার উত্তর মালিভিটা এলাকা থেকে অপহরণকারীকে গ্রেপ্তারসহ ভিকটিমকে উদ্ধার করেছে র্যাব-১০। গ্রেপ্তার আসামির নাম ইয়াছিন (২৪)। ইয়াছিনের বাবা মো. ফারুক উত্তর মালিভিটা দক্ষিণ কেরানীগঞ্জের বাসিন্দা।
সোমবার (৩০ জুন) দুপুরে র্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক শামীম হাসান সরদার (সহকারী পুলিশ সুপার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন ভবানীপুর এলাকা থেকে গত ১০ জুন সকাল ১০টার দিকে ভিকটিম (১৭) প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার পথরোধ করে আসামি মো, ইয়াছিনসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে কালো গ্লাসের মাইক্রোতে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়।
ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত অপহরণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০ ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০-এর একটি আভিযানিক দল ওই আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর উত্তর মালিভিটা এলাকায় অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার এজাহার নামীয় পলাতক আসামি মো, ইয়াছিনকে গ্রেপ্তার করে এবং তার তথ্যমতে ভিকটিমকে উদ্ধার করে।
তিনি আরো জানান, সোমবার সন্ধ্যায় গ্রেপ্তারকৃত আসামি ও ভিকটিমকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।