সহিংসতা ছাড়াই শেষ হল নাসিরনগরের ইউপি নির্বাচন
কোন ধরনের নির্বাচনী সহিংসতা ছাড়াই নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে।
সকাল ৮ টা থেকে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। তবে অন্যান্যবারের নির্বাচনে সহিংসতায় হানাহানির অভিজ্ঞতা এবং হিন্দু পল্লীতে হামলার পরের ভোট কেমন হয়, সাধারন ভোটারদের প্রতিক্রিয়া জানতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমগুলোর বিশেষ নজর ছিল এ নির্বাচনে।
সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সারাদিন বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র, প্রার্থী, ভোটারদের সাথে কথা বলে কোথাও কোন কারচুপির অভিযোগ পাওয়া যায়নি।
হরিপুর ইউপির বিদ্রোহী প্রার্থী ফারুক মিয়ার কাছে নির্বাচনের অবস্থা জানতে চাইলে তিনি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে বলে জানান। প্রথমে নিরপেক্ষ বললেও হেরে গেলে অনেক প্রার্থী নির্বাচনে কারচুপির অভিযোগ করে এমন মন্তব্যে তিনি বলেন, নির্বাচনে হেরে গেলেও তিনি যা সত্য তাই বলবেন।
আশুতোষ উচ্চ বিদ্যালয় কেন্দ্র গিয়ে কথা হয় ভোটার রফিকুল ইসলাম বলেন, এমন ভোট কখনও হতে দেখেন নি তিনি।