Main Menu

নাসির নগরের কুখ্যাত ডাকাত লালন শাহ গ্রেপ্তার

+100%-

প্রতিনিধি:: ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের কুখ্যাত ডাকাত, আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য, মোঃ লালন শাহ কে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১১ ঘটিকার সময় নাসির নগর বেবী ষ্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। থানা ও পুলিশ সুত্রে জানা গেছে তার বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে। পুলিশ জানায় ডাকাত লালন শাহ কিছুদিন পূর্বে আশুরাইল গ্রামের শের আলীর ছেলে মোঃ আওয়াল মিয়ার সি এন জি ডাকাতি করে নিয়ে যায়। ওই ঘটনায় আওয়াল মিয়া বাদী হয়ে ডাকাত লালন শাহ সহ কয়েক জনের নামে নাসিরনগর থানায় মামলা করে। এস আই মহিউদ্দিন (সুমন) ডাকাত লালন শাহ কে গ্রেপ্তার করে রিমান্ডে এনে তার কাছ থেকে সি এন জিটি উদ্ধার করে। নাসিরনগর পল্লী বিদ্যুৎতের লাইনম্যান রিনটুকে মারপিটের ঘটনায় ডাকাত লালন শাহ্র নামে রিনটু বাদী হয়ে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ করে। নাসিরনগর ফান্দাউক সড়কে ডাকাতির ঘটনায় ডাকাত লালন সহ ১৪ জনের নামে এস আই মিজানুর রহমান বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা নং-০২ তারিখ ০২/১১/২০১৪ইং রুজু করে। ১১ই মার্চ রাত্র সাড়ে দশ ঘটিকায় মাধবপুর থানার দুই ব্যবসায়ী নাসিরনগর থেকে যাওয়ার পথে আনন্দপুর ব্রীজের পূর্বে পাশে মটর সাইকেলের গতি রুধ করে ব্যবসায়ীদের সাথে থাকা ১০০ সিসি ডিসকভার মোটর সাইকেল, ২টি মোবাইল সেট ও নগদ ১৭,০০০/-হাজার টাকা ডাকাতির দায়ে বায়জিদ মিয়া বাদী হয়ে থানায় মামলা রুজু করে। ওই ঘটনায় পুলিশ থাকে গ্রেপ্তার করে। পুলিশের এস আই মোঃ নূরনবী ডাকাত লালনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছে।






Shares