Main Menu

নাসিরনগরে সংখ্যালঘুর জায়গা দখলের পায়তারা

+100%-

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাক্ষণবাড়িয়া ঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘী মৌজায় সংখ্যালঘুর ৮২ শতাংশ জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে- চাতলপাড় গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মোঃ ইসরাইল মিয়া দীর্ঘদিন যাবৎ হরে কৃষ্ণ দেবের উক্ত জমিটি জোর পূর্বক দখল করে রেখেছে। এই বিষয়ে এলাকায় বেশ কয়েকটি শালিস বৈঠক হলেও ইসরাইল মিয়া জায়গাটি ছেড়ে দিবে মর্মে ওয়াদা দিলেও কোন অবস্থাতেই দখল ছাড়েনি ইসরাইল। এই বিষয়ে হরে কৃষ্ণ দেবের ছেলে লিটন দেব নিরুপায় হয়ে নাসিরনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করে। পরে থানায় ওসি তদন্ত মোঃ ইয়াছিনের নেতৃত্বে একটি শালিস বৈঠক হয়। শালিসে সিদ্ধান্ত হয় ইসরাইল মিয়া জমিটি ছেড়ে দিবে। থানা থেকে শালিস মেনে গেলেও দখল ছাড়েনি ইসরাইল। হরে কৃষ্ণ দেব জানান- আজ থেকে প্রায় ২০ বছর আগে পনের হাজার টাকার বিনিময়ে ইসরাইলের কাছে বন্ধক দেন জমিটি। ইসরাইল মিয়া জমিটি বন্ধক রেখে দীর্ঘদিন ভোগ দখল করছে। হরে কৃষ্ণ দেব জমিটি ফেরৎ চাইলে কিনে ফেলেছে বলে দাবী করে ইসরাইল। হরে কৃষ্ণ দেব জানান- এ পর্যন্ত যে কয়টি শালিস বৈঠক হয়েছে একটিতেও কোন কাগজপত্র দেখাতে পারেনি ইসরাইল। তিনি জানান- আমরা সংখ্যালঘু হওয়াতে ইসরাইল মিয়া শক্তির বলে জোরে দখল করে রেখেছে উক্ত জমিটি। ইসরাইল মিয়ার কোন কাগজপত্র আছে কি না জানতে চাইলে তিনি জানান- আমি কোন দলিল করিনি ও আমার কোন কাগজপত্র নেই। তারা আমাকে দলিল করে দিবে বলে ঘুরাচ্ছে। 






Shares