Main Menu

নাসিরনগরে স্কুল ছাত্র খালেক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

+100%-

মোঃ আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া(নাসিরনগর)ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে স্কুল ছাত্র খালেক হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে ছাত্রছাত্রীরা। বুধবার বেলা ১ ঘটিকার সময় নাসিরনগর আশুতোষ পাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমন্বয়ে এক মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারক লিপি প্রদান করে তারা। মানববন্ধনকারীরা আশুতোষ পাইল উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র জে,এস সি পরীক্ষার্থী মোঃ আব্দুল খালেকের হত্যাকারীদের গ্রেফতার সহ ফাসির দাবী জানান। জানা গেছে নাসিরপুর মৌজার সে:মে: ৩১১ ও ৩৭৪ দাগের ভূমিতে পূর্ব পুরুষ সি.এস খতিয়ান মূলে মালিক দখলকার দাঁতমন্ডলের জনগণ। গত মাঠ জরিপেও তাদের নামে রেকর্ড হয়। কিন্তু ভূমি দস্যু নাসিরপুর গ্রামের আবু এমাদ, দুদর্ষ সন্ত্রাসী গোলাম আলী ও রেনু মিয়া গং দের নেতৃত্বে তাদের সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী নিয়ে  ২৩ নভেম্বর সকাল ১১ ঘটিকায় উক্ত হাওরে দাঁতমন্ডল গ্রামের নিরহ জনগনের উপর হামলা চালায়। সন্ত্রাসীদের এহেন কার্যক্রমে ভীতু হয়ে দাঁতমন্ডল গ্রামবাসী আত্মরক্ষার জন্য চর্তুরেিদক ছুটাছুটি করে আত্মগোপনের চেষ্ঠা করে। গ্রামের নতুন চকবাজার জজ সাহেবের বাড়ি সংলগ্ন আব্দুল খালেককে একা পেয়ে ভূমি দস্যু সন্ত্রাসী আবু এমাদের নির্দেশে গোলাম আলী গং রা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশঃস ভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করে খালেককে। ওই ঘটনায় মোঃ ছুরু রহমান বাদী হয়ে ৮২ জনকে আসামী করে একটি হত্যা মামলা রুজু করে। হত্যাকারীরা প্রকাশ্যে দিবালোকে চলাফেরা করছে এবং বাদী পক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিচ্ছে। মানববন্ধন থেকে খালেকের সহপাঠী আল আমীন, জমসেদ,সবুজ সহ আরো অনেকেই হত্যাকারীদের অনতিবিলম্ভে গ্রেফতার,ন্যায় বিচার ও ফাঁসির দাবীতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।






Shares