Main Menu

নাসিরনগরে প্রায় চারঁশতাদিক লোক নিয়ে সায়েম চেয়ারম্যানের বিএনপিতে যোগদান ।

+100%-
মোঃ আব্দুল হান্নান, নাসিরনগরঃÑব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চেয়ারম্যান এম এ সায়েম শুক্রবার রাতে প্রায় চারশতাধিক লোক নিয়ে  বিএনপিতে যোগদান করেছেন ।জানা গেছে ব্রাহ্মনবাড়িয়া ১ আসন, নাসির নগরের  চারবারের  নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোঃ সায়েদুল হকের  ভাতিজা  পূর্বভাগ ইউনিযনের চেয়ারম্যান এম এ সায়েম তার চাচার সাথে বনি বনা না থাকার কারনে  মনের হ্মোভে বিএনপিতে যোগদানকরেছে ।নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ একরামুজ্জামানের  হাত ধরে তার বাসভবনে নাসিরনগরে বিএনপিতে যোগদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও হরিপুর ইউপি চেযারম্যান মোঃ জামাল মিয়া,উপজেলা বিএনপির সাধরন সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নান  সহ অন্যান্য নেত্রীবৃন্দ।উক্ত সময়ে চেয়ারম্যান সায়েমের  সাথে পুর্বভাগের ৬০ঘর গোষ্টির প্রায় চারশতাদিক লোক ছিল বলে জানা যায় ।উপজেলার নেতারা সায়েম সহ তার সাথে যোগদেওয়া নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়।এ বিষয়ে মোবাইল ফোনে চেয়ারম্যান সায়েমের সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি যোগদানের সত্যতা স্বীকার করেন ।পরবর্তীতে উপজেলা পর্যায়ে আনুষ্টানিকতার কথা ও শোনা যাচ্ছে ।


Shares