Main Menu

সেবা সপ্তাহে সার্জিক্যাল ডাক্তার ব্যতীত ৪৩ জনের অপারেশন সম্পন্ন। একজনের অবস্থা আশংকা জনক।

+100%-

প্রতিনিধি :২৬ ও ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সেবা সপ্তাহ উপলক্ষে বিজ্ঞ ও সার্জিক্যাল ডাক্তার ব্যতীত সহযোগী ডাক্তার দ্বারা  ৩১ জন পুরুষ ওমহিলা রোগীর অপারেশন সম্পন্ন করা  হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । এর মাঝে ফুলপুর গ্রামের জোছনা বেগম( ৩০)র অবস্থা আশংকা জনক বলে জানাগেছে ।উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সুত্রে জানা যায় ,২৬ অক্টোবর ৫ জন পুরুষ ও ৭ জন মহিলা অপরদিকে ২৮ অক্টোবর ১০জন পুরুষ ও ২১জন মহিলা। দুই দিনে মোট ৪৩ জন পুরুষ মহিলাকে বন্ধ্যাকরন করা হয়েছে ।ওই সময়ে কোন বিজ্ঞ সার্জিক্যাল ও দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও উপস্থিত ছিলেন  না।অনভিজ্ঞ ও সহযোগি ডাক্তার দ্বারা অপারেশন সম্পন্ন করা হয়েছে ।এতে সদর ইউনিয়নের ফুলপুর গ্রামের লেদু মিয়া চৌধুরীর  স্ত্রী মোছাঃ জোছনা বেগম (৩০) এর অবস্থা আশংকা জনক বলে জানাগেছে ।এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন  এব্যাপারে আপনাদের জানার কোন প্রয়োজন নেই ।দেমের অবস্থা খারাপ সুতরাং দেশ নিয়ে চিন্তাকরুন । এ বিষয়ে পরিবার পরির্কপনা বিভাগের উপপরিচালকের সাথে যোগাযোগের চেষ্টা করে তার অফিসে ব্যবহৃত ল্যান্ডফোনে তাকে পাওয়া যাযনি জানা গেছে ডাঃ মোঃ জাহাঙ্গরি হোসেনের কর্মস্থল নাসিরনগরে হলেও তিনি থাকেন ঢাকায় ।বিশেষ প্রয়োজনে মাসে দুই একবার নাসিরনগরে বেড়াতে  আসেন।






Shares