Main Menu

নাসিরনগরে ডায়রিয়ার প্রার্দূভাব,স্যালাইন সংকট।

+100%-
মোঃ আব্দুল হান্নান : ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নে ডায়রিয়ার প্রার্দূভাব দেখাদিয়েছে বলে জানাগেছে ।শনিবার বিকালে নাসির নগর ৫১শয্যাবিশিষ্ট হাসপাতালে গিয়ে দেখাগেছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিত্র ।সিট সংকট আর রুমে র্দুগন্ধের কারনে আবার অনেক রোগীকে বাহিরে বারান্দায় অবস্থান করতে দেখা গেছে ।এ সময় দেখা হয় নুরপুর গ্রামের রবিন মিয়া শ্রীগর গ্রামের তানজিলা ভুবনের আঙ্গুরা,লহ্মীপুরের হামিম,তাসফিক, আলী আকবরের মত অনেক রোগীর সাথে।হাসপাতাল রেজিষ্টার সুত্রে দেখা গেছে ,১ অক্টোবর ১০জন,২ অক্টোবর ৬জন,৩অক্টোবর ১জন,৪ অক্টোবর ১০জন ও ৫ অক্টোবর ৩ জন রোগীভর্তি হয়েছে।হাসপাতালের নার্স নাদিরা বেগম জানান প্রতিদিনই ডারিয়া আক্্রান্ত রোগী আসছে । প্রয়োজনীয় ঔষধ আছে কিনা জানতে চাইলে তিনি জানান,এন্টিবায়োটিকথাকলে ও অন্যন্য ্।্ঔষধ না  থাকায় রোগীদের বাহির থেকে ঔষধ কিনতে হ”্ছে ।অপরদিকে ডায়রিয়ার রোগীদের রুমটি স্যাঁত স্যাঁেত ও অন্ধকারাচ্ছন্ন ।তাই অনেক রোগীই বাহিরে অবস্থানকরছে বলে রোগী সুত্রে জানাগেছে ।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সফিকুল ইসলাম জানান ,এখন পানি কমার কারনে ডায়রিয়া কিছুটা বেশী হচ্ছে ।ডায়রিয়ার স্যালাইন সংকট রয়েছে । স্যালাইনের জন্য আমি লিখেছি॥আশাকরি হয়তো পেয়ে যাবো ।





Shares