Main Menu

নাসিরনগরে দু-দলের সংঘর্ষে মহিলা ও গবাদি পশুসহ আহত ২০

+100%-
মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):- তারাবি নামাজে হাত পাখার বাতাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিন মিয়া ও খসরু মেম্বারের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে মহিলা ও গবাদি পশু সহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কদমতলী গ্রামে। ওই ঘটনায় মোঃ মোর্শেদ মিয়া বাদী হয়ে ১৬ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামলা রুজু করেছে। প্রত্যদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে তারাবি নামাজে মসজিদের ভিতর হাত পাখার বাতাস খাওয়াকে কেন্দ্র করে আলাউদ্দিন সর্দার ও খসরু মেম্বারের মাঝে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে ভোরবেলা খসরু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে আলাউদ্দিনের লোকজনের উপর অর্তকিত হামলা চালিয়ে মারপিট শুরু করলে মহিলা ও গবাদি পশুসহ প্রায় ২০ জন আহত হয়। আহতদের মাঝে মোঃ হোসেন (৩৩) ও মানিক মিয়া (২২) কে মুমূর্ষ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও মোঃ জাহের মিয়া, রঙ্গু মিয়া, রিপন মিয়া, সুবান মিয়া, আয়েশা বেগম, গাজী মিয়া, সাইফুল মিয়া ও আবু তাহেরকে নাসিরনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষকারীরা রঙ্গু মিয়ার আনুমানিক ৩৫ হাজার টাকা মূল্যের ১ টি গবাদি পশুকে কুপিয়েছে। অপরদিকে সুবান মিয়ার পকেট থেকে নগদ দেড় ল টাকা ও দুই ল টাকার মূল্যের একটি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে গেছে।






Shares