নাসিরনগরে সিলিণ্ডার গ্যাস বিষ্ফোরণে আহত-৮
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ে ফারুক ডকইয়ার্ডে সিলিণ্ডার গ্যাস বিষ্ফোরণে ডকইয়ার্ড মালিক, মিস্ত্রি ও ষ্টীল বডি নৌকার মালিকের মুখ, হাত, পায় ও শরীরের বিভিন্ন অংশ জ্বলে পুড়ে গেছে। ওই ঘটনায় গুরুতর আহত জামাল মিয়া (৩৫), ফারুক মিয়া (৩৭), আকবর আলী (৩৬) ও নজরুল ইসলাম (৩৪) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, নাসিরনগর উপজেলার চাতলপাড় বড় বাজারের মেসার্স ফারুক মিয়া ডকইয়ার্ডে কয়েক দিন যাবৎ বারশত মন ধারণ মতা সম্পন্ন সত্তর ফুট লম্বা ষ্টীল বডি নৌকার মেরামত কাজ চলছিল। গত কাল ১৪ মার্চ বৃহস্পতিবার বেলা সোয়া এগারটায় হঠাৎ গ্যাস সিলিন্ডারের মূখ ও পাইপ ফেটে বিষ্পোরণ ঘটে। এতে ঘটনার স্থলেই ডকইয়ার্ড মালিক মিস্ত্রি সহ বিকট শব্দ ও আওয়াজে হুমরি খেয়ে দৌড়াদৌড়ীতে অন্তত: আট জন আহত হয়েছে। আহতদের চার জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ ও চার জনকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে এলাকায় আতংক বিরাজ করছে। |
« অপরাধী গ্রেপ্তারে নাসিরনগর থানা পুলিশের সাফল্য (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) মেম্বারের গ্রাসে নিরীহ ব্যক্তির ১৬ শতক জমি »