অপরাধী গ্রেপ্তারে নাসিরনগর থানা পুলিশের সাফল্য
প্রতিনিধি : সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ বিভিন্ন অপরাধী ও কুখ্যাত চোর ডাকাত গ্রেপ্তার এবং বেশ কিছু চোরাই মালামাল উদ্ধারে সফলতা অর্জন করেছেন। উপজেলার আইনশৃঙ্খলা যখন চরম অবনতির দিকে, তখন নাসিরনগর থানার সুদ অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদেরের নেতৃত্বে এক দল চৌকস ও সাহসী পুলিশ অফিসাররা উপজেলার বিভিন্ন গ্রামে ও পাড়ায় মহল্লা দু:সাহসী অভিযান পরিচালনা করে এ পর্যন্ত বেশ কয়েক জন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করতে সম হয়েছে। জানা গেছে গ্রেপ্তার অভিযানে এস আই আকরাম হোসেনের অগ্রনী ভূমিকা রয়েছে। গ্রেপ্তারকৃত কুখ্যাত ডাকাতদের মধ্য জেঠাগ্রামের নোয়াব ডাকাত, ছাতিয়াইনের সুমন ও নানু ডাকাত, খান্দুরার ফারুক ডাকাত, কুন্ডার হীরন মোল্লা ডাকাত, চিতনার সুলতান ডাকাত, খান্দুরার জুর আলী ডাকাত, পূর্বভাগের মুছা ও ছোয়াব ডাকাত। তাছাড়াও উপজেলার বুড়িশ্বর থেকে চোরাই মাইক্রোবাস, গোকর্ণ থেকে চোরাই সি এন সি, ফান্দাউক থেকে গাঁজা সহ একটি ও নাসিরনগর থেকে একটি মোট দুইটি মোটর সাইকেল, আশুরাইল থেকে একটি অস্টেলিয়ান গাভী উদ্ধার করেছে। নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল কাদের জানান তাদের গ্রেপ্তারের পর এলাকায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে। তবে তিনি বলেন তাদের অপরাধী গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। |
« ১৬ মার্চ বাংলাদেশ হিন্দু , বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়ীয়ার ত্রি-বার্ষিক সম্মেলন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে সিলিণ্ডার গ্যাস বিষ্ফোরণে আহত-৮ »