Main Menu

নাসিরনগরে জেলা প্রশাসকের মতবিনিময়

+100%-
মাদক দ্রব্যের অপব্যবহার,চোরাচালান প্রতিরোধ,ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কার্যকরিতা দাঙ্গা প্রবণতা রোধসহ আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়ন ও জনসচেতনতা সৃষ্টিতে নাসিরনগর উপজেলা ফান্দাউক ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের খতিব,ইমাম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন । ফান্দাউক ইউপি চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকতা সামিহা ফেরদৌসী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমীন নাহার রুমী,থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু তাহের, মাওলানা আবু বক্কর,মেম্বার ফরহাদ আহমেদ প্রমূখ। সভায় মাদক দ্রব্যের অপব্যবহার,চোরাচালান,দাঙ্গা প্রবণতা প্রতিরোধে সম্মিলিত ভূমিকা রাখার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ব্যক্তিগত সামাজিক নিরাপত্তা রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীত রক্ষাসহ নাশকতা রোধে সকলকে  যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে সচেতন ভূমিকা রাখতে তিনি আহবান জানা






Shares