প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ পরিচয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার গভীররাতে উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারার মিলনপুর গ্রামে ঘটে যাওয়া ডাকাতিকালে শিশু-মহিলাসহ অন্তত ১০জন আহত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা কয়েকজন পুরুষকে বেধেঁ একটি ঘরে আটকে রেখে জিম্মি করে ২৩টি বসতঘরে হামলা চালিয়ে নগদ টাকা, স্বর্ণালস্কারসহ মালামাল লুটে নেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী গ্রামবাসী জানায়, সংঘবদ্ধ ডাকাতরা বুধবার গভীররাতে হরিপুর ইউনিয়নের আলিয়ারার মিলনপুর গ্রামের ছোট্ট মিয়া ও শিশু মিয়ার বাড়ির ঘরে এসে পুলিশ পরিচয় দিলে ঘরে দরজা খুলে দেয়। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকা ২০/২৫ জনের ডাকাতদল তাদের বেঁধে একটি ঘরে আটকে জিম্মি করা হয়। পরে একে একে ২৩টি ঘরের নগদ টাকা, স্বর্ণালস্কার, মোবাইলসহ প্রায় তিনলাধিক টাকার মালামাল লুটে নেয়। এসময় ডাকাতের হামলা ও ছুরিকাঘাতে শিশু, নারীসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত রহমত আলী (৪০), আসমা বেগম (২৫), মুরাদ মিয়া (৪০) ও ফরছু মিয়াকে (৩০) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাজী জামাল মিয়া গণডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘অসহায় ও দিনমজুর পরিবারের ২৩ টি ঘরে ডাকাতরা এ তান্ডব চালিয়েছে।’
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আবদুল কাদের জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’