Main Menu

নাসিরনগরে পৃথক সংঘর্ষে মহিলা সহ আহত-৮

+100%-

প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের চিতনা ও বুড়িশ্বর ইউনিয়নের অনন্তপুরে পৃথক পৃথক সংঘষে মহিলা সহ -৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে পূর্ব শত্রুতা ও মামলা মোকদ্দমার জেরে গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামে প্রতি পরে আঘাতে মোঃ আউয়াল মিয়া, রবিউল আউয়াল, নবু মিয়া, রব্বানু, আফিয়া বেগম, আছমা বেগম মারাত্বক আহত হয়েছে। আহতদের নাসিরনগর হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় মোঃ আব্দুর শুক্কুর বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা রুজু করলে পুলিশ ১নং এফ আই আর ভোক্ত আসামী মোঃ মহিবুল্লাহ (৪৫) গ্রেপ্তার করেন। আসামী মহিবুল্লাহ গ্রেপ্তারের পর প্রতি পরে লোকজন বাদী পরে বাড়িতে দেশীয় অস্ত্র সস্ত্রে সুসজ্জিত হয়ে উঠে হর্তকৃত হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর লুটপাট করে। ওই সময়ে রব্বানু, আফিয়া বেগম ও আছমা বেগমকে পিটিয়ে মারাত্বক আহত করেন। অপর দিকে বুড়িশ্বর ইউনিয়নের অনন্তপুর দিলাল উদ্দিন ফকিরের মেলায় জোয়া খেলার চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সদম্পাদক ও বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকারের চাচা জামাল উদ্দিনের নির্দেশে শ্রীঘর গ্রামের আফছর উদ্দিনের ছেলে সন্ত্রাসী আওয়াল মিয়া তার বাহিনী নিয়ে পিটিয়ে আহত করেছেন আশুরাইল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ মিয়াজান মিয়া ও লতিফ মিয়ার ছেলে মোঃ কাইয়ূম মিয়াকে। ওই ঘটনায় মামলা হয়নি তবে এলাকায় তমতমে ভাব বিরাজ করছে।






Shares