Main Menu

নাসিরনগরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল- ঢিলেঢালাভাবে হরতাল

+100%-
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর সংবাদদাতা ॥ সোমবার দ্বিতীয় দিনেও বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের নের্তৃত্বে দলীয় নেতাকমীরা উপজেলা সদরে হরতাল সমর্থনে মিছিল বের করে। বিএনপির দলীয় নেতাকর্মীদের বাঁধার মুখে  লাখাই-নাসিরনগর-সরাইল সড়কে দুপুর ১২টা পর্যন্ত কোন যানবাহন চলাচল করতে পারেনি। এছাড়া উপজেলার জীবনযাত্রা অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল। অফিস, ব্যাংক-বীমা,দোকানপাট,ব্যবসা-বাণিজ্য,স্কুল-কলেজ খোলা ছিল।  হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে মিছিল বের করলে অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায় ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের নের্তৃত্বে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে হরতালের বিপক্ষে মিছিল বের করে। পরে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক হরতাল বিরোধী সমাবেশ আওয়ামীলীগ নেতা খাজা মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃঅবঃ গোলাম নুর, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বুড়িশ্বর ইউপি চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,ফারুকুজ্জামান ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা শেখ আবদুল আহাদ, আবদুল মান্নান, আবদুল মোনায়েম কায়কোবাদ, যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান চৌধুরী, নাসির উদ্দিন রানা প্রমুখ  । তবে উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।






Shares