Main Menu

নাসিরনগরে কাল বৈশাখী ঝড়ে পাচঁশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ॥ আহত-৯

+100%-
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর সংবাদদাতা ॥ নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে পাচঁশতাধিক ঘরবাড়ি বিধ্বস্তসহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে।  সোমবার সকালে উপজেলার কুন্ডা,ভলাকুটসহ কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী  ঝড়ে প্রায় পাচঁশতাধিক কাচাঁ বসতঘর বিধ্বস্ত হয়েছে। বোরো,মরিচসহ গ্রাষ্মকালীন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে।  এসময় অসংখ্য গাছপালা ভেঙ্গে পড়েছে। কোন কোন এলাকায় গাছপালা রাস্তার ওপর পড়ে লোকজনের চলাচলে বিঘিœত হচ্ছে। ভলাকুর্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল জানান, শনিবার সকালে  ঝড়ে আমার ইউনিয়নের কয়েকটি গ্রামের শতাধিক বাড়িঘর ঝাঁজরা হয়ে গেছে। এসময় প্রায় কয়েকজন লোক আহত হয়েছে। বিশেষ করে কুন্ডা ইউনিয়নের কুন্ডা,মহিষবেড়,আন্দাবহ,বিটুইসহ বেশ কয়েকটি গ্রামে প্রায় দুইশতাধিক কাচাঁঘর বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে কুন্ডা ইউপি আওয়ামীলীগ সভাপতি লতিফ হোসেন জানায়। এসময় ঘরচাপায় ৭ জন আহত হয়।    
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান, ঘুর্ণিঝড়ের আঘাতে উপজেলার বেশ কয়েকটি এলাকায় চারশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা পাঠানোর জন্য সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যারদের অনুরোধ করা হয়েছে।






Shares