Main Menu

ফান্দাউক ইউনিয়নে লাঙ্গলের সমর্থনে জনসভায় রেজোওয়ান আহমেদ

১৩ মার্চের নির্বাচনে কেহ যেন ভোট কেন্দ্র দখল করার সুযোগ না পায় সেজন্য কেন্দ্র পাহাড়া দিন

+100%-

আগামী ১৩ মার্চ অনুষ্ঠেয় সংসদীয় নির্বাচনী এলাকা ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন উপ- নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও পার্টির কেন্দ্রীয় নেতা রেজোওয়ান আহমেদ গত ২৪ ফেব্র“য়ারী উপজেলা নির্বাচন অফিসের সহকারী রিটার্নিং অফিসার এর হাত থেকে প্রতীক বরাদ্দ পেয়ে এলাকায় পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সকাল হতে রাত পর্যন্ত চলছে লাঙ্গল প্রতীকের বিজয়ের লক্ষ্যে গ্রাম হতে গ্রামান্তরে গণসংযোগ এবং নির্বাচনী জনসভা।

এরই আওতায় গতকাল সারাদিন গণসংযোগ পরবর্তীতে বিকেলে নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের বাজারে সংসদ সদস্য পদপ্রার্থী রেজোওয়ান আহমেদ এর নির্বাচনী প্রতীক লাঙ্গলের সমর্থনে বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরুব্বী আবু ছায়েদ সরদার এর সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও অত্র আসনের সংসদ সদস্য পদপ্রার্থী রেজোওয়ান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উক্ত নির্বাচনী আসনের সদ্য প্রয়াত সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডঃ ছায়েদুল হকের ভাতিজা ডাঃ আলী আজম, নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী ওবায়দুল্লাহ্ রেনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি মেম্বার আতুকুরা গ্রামের অধিবাসী আব্দুল কাদির, আশুরাইল গ্রামের মোঃ মাঞ্জু মিয়া, সাবেক ইউপি মেম্বার মোঃ ফরিদ মিয়া, বিশিষ্ট সর্দার বদর চাচা, মনরু মিয়া, ফুল মিয়া, আবু মিয়া, আনোয়ার হোসেন, ভুবন গ্রামের ডাঃ মোঃ মানিক। সভায় উপস্থাপনা করেন শাহ মোঃ মুনতাছির। বক্তারা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদকে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদপ্রার্থী রেজোওয়ান আহমেদ আগামী ১৩ মার্চ এর নির্বাচনে সর্বস্তরের জনগণকে ভোট দিয়ে লাঙ্গল প্রতীকের বিজয় নিশ্চিত করে হুসেইন মুহম্মদ এরশাদের ঘাঁটি নাসিরনগরের ঐতিহ্য ফিরিয়ে আনাসহ অবহেলিত এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি তিনি নির্বাচনের দিন কেহ যেন কোন প্রকার কারচুপি ও অবৈধভাবে ভোট কেন্দ্র দখল করার সুযোগ না পায় সেজন্য কেন্দ্র পাহাড়া দেওয়ার আহবান জানান। নির্বাচনী প্রশাসনকেও এ বিষয়ে সতর্ক থাকার হুশিয়ারী দেন। ফান্দাউক ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ লাঙ্গল প্রতীকসহ মিছিল নিয়ে উক্ত জনসভায় যোগদান করেন।প্রেস রিলিজ






Shares