Main Menu

মুজিববর্ষ উপলক্ষে নাসিরনগরে ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি দলিল হস্তান্তর

+100%-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরকে ভূমিহীনমুক্ত করতে ২০ জন গৃহহীন পরিবারের মাঝে খাস জমির দলিল হস্তান্তর করা হয়েছে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কৃষি খাস জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়ত হস্তান্তর অনুষ্ঠানে এ দলিল প্রদান করা হয়।

১৭ মার্চ দুপুর ১ টার সময় মুক্তিযোদ্ধা হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান, ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।

এছাড়াও সকাল ৯টার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নাসিরনগর উপজেলার ৪ ইউনিয়নের ২০ ভূমিহীন পরিবারকে কৃষি খাস জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়ত হস্তান্তর করা হয়েছে। নাসিরনগরকে ভূমিহীনমুক্ত করতে পর্যাক্রমে উপজেলার সকল ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তর করা হবে।






Shares