Main Menu

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ

+100%-

নিজস্ব প্রতিবেদক:: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরেও প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে নাসিরনগর উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙনে উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তারা এ সমাবেশে উপস্থিত হয়। সমবাবেশের প্রতিপাদ্য বিষয় ছিলো- ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’।
প্রতিবাদ সমাবেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী। এ ছাড়াও উপজেলার সকল দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুকে অস্বীকার করা মানেই বাংরাদেশের পাতাকাকে অস্বীকার করা। জাতির জাতির জনকের সম্মান অক্ষুন্ন রাখতে আমাদের যা করণীয় তা আমাদের করতে হবে। জাতির জনকের প্রশ্নে কোন আপস করার সুযোগ নেই।






Shares