Main Menu

নাসিরনগর সংসদ উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ান আহমেদের মনোনয়ন দাখিল

+100%-

আগামী ১৩ মার্চ অনুষ্ঠেয় জাতীয় সংসদের নির্বাচনী আসন ২৪৩, নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরের শূন্য আসনে উপ- নির্বাচনের প্রার্থী পদে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বুধবার।

এ উপ- নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ) থেকে লাঙ্গল প্রতীকে দলীয় মনোনয়ন প্রাপ্ত সংসদ সদস্য পদ প্রার্থী জননেতা রেজোওয়ান আহমেদ বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থকসহ বিকেলে নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁর হাতে মনোনয়নপত্র দাখিল করেন

এ সময় জেলা উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় ইসলামী ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ কক্ষে উপস্থিত ছিলেন।

এর আগে নাসিরনগর কলেজ মোড়ে এ উপলক্ষে জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওয়াহেদুল হক ওয়াহাব এর সভাপতিত্বে বিভিন্ন ইউনিয়ন হতে লাঙ্গল নিয়ে সমবেত কয়েক হাজার নেতাকর্মী সমর্থকের স্বতঃস্ফূর্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১৩ মার্চের উপ নির্বাচনের ভোটে লাঙ্গল প্রতীকে রেজোওয়ান আহমেদ এর বিপুল বিজয় নিশ্চিত করার আহবান জানিয়ে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক এড. জিয়াউল হক মৃধা, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শংকর পাল, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মোঃ রহমত হোসেন, পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব আবু কাউসার খান, নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী ওবায়দুল্লা মিয়া রেনু, মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী কদর আলী মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি নেতা হাসান সাব্বির, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, যুবনেতা মোঃ সোলেমান মজুমদার, আনিছ খান, কাজী মাহবুবুর রহমান স্বপন, ইসলামিক ফ্রন্ট জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ মিজানুর রহমান, ছাত্রনেতা মজিদ বক্স, মোঃ দিয়ারিশ মিয়া, নূর আহমেদ, মোঃ সাইফুদ্দিন পাঠান, ডাঃ হাবিবুর রহমান, আক্কাস মিয়া। হোসাইন মোহাম্মদ এরশাদ এর অনুরোধে নিজের প্রার্থীতা প্রত্যাহার করে রেজোওয়ান আহমেদের পক্ষে নির্বাচনী কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন মোমবাতি প্রতীকে দীর্ঘদিন গণসংযোগকারী ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব এডঃ কাজী ইসলাম উদ্দিন দুলাল।

সমাবেশে জেলা জাতীয় পার্টির আহবায়ক এডঃ জিয়াউল হক মৃধা আগামী ১৩ মার্চ কোন প্রকার কারচুপি মুক্ত সুষ্ঠ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সেদিকে প্রশাসনসহ নির্বাচনী কর্মকর্তাদের খেয়াল রাখার আহবান জানান। প্রার্থী রেজোওয়ান আহমেদ লাঙ্গলের বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানান। সর্বশেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সমাবেশ উপস্থাপন করেন আজিজুর রহমান।






Shares