Main Menu

নাসিরনগরে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

+100%-

নিজস্ব প্রতিবেদক:: ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্যেকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস। আজ সোমবার (১৫ মার্চ) বিকালে উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজমা আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, প্রাণি সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার, সমাজসেবা কর্মকর্তা আবুল খায়ের, সমবায় কর্মকর্তা ফারহানা খন্দকার, মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস, শিক্ষা কর্মকর্তা ইকবাল মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভূঁইয়া, হিসাব রক্ষণ কর্মকর্তা তৌহিদুল ইসলাম,তথ্য অফিসার ঝর্ণা আক্তারসহ উপজেলার বিভিন্ন গ্রামের হাট-বাজারের ব্যবসায়িরা।

এ সময় বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ এবং প্লাস্টিক দূষণ বন্ধের উপায় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে খাদ্যে ভেজাল, কীটনাশকের ব্যাপক ব্যবহার, অস্বাস্থ্যকর খাবার বা জাঙ্কফুড গ্রহণ নিয়ে আলোচনা করা হয়।






Shares