Main Menu

নাসিরনগরে বাস উল্টে খাদে, আহত ২০

+100%-

নিজস্ব প্রতিবেদক:: নাসিরনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পরই বাস ফেলে পালিয়েছে বাস চালক ও হেলপার।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার দাঁতমন্ডল গ্রামের মোড় বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ৫২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে আসা হবিগঞ্জগামী আইমন নামের বাসটি নাসিরনগরের দাঁতমন্ডল গ্রামের মোড় বাজারের কাছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়। আহতেদের পরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা অধিকাংশ যাত্রীই হবিগঞ্জ জেলার। তারা আরো জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজন আসার আগেই আহত যাত্রীরা সিএনজি দিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য চলে যায়।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. জহিরুল ইসলাম জানান, দাঁতমন্ডলে বাস উল্টো খাদে পড়ার খবর পাওয়ার পরই আমরা দুর্ঘটানস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে তিনজনকে পাওয়া গেছে। তাদের বাড়ি লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের বাসিন্দা। তবে তাদের আঘাত গুরতর নয়। দুর্ঘটনার শিকার বাসের চালক ও হেলপারকে পাওয়া যায়নি।






Shares