Main Menu

নাসিরনগরে জাতীয় শোক দিবস পালিত

+100%-

মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ  নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার স্থপতি,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,কালো পতাকা উত্তোলন, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।
বুধবার (১৫ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নাসিরনগর কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়।
র‌্যালী শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। উপজেলা চেয়ারম্যান এটি.এম.মনিরুজ্জামান সরকার,ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা লতিফ পান্না, নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রাফি উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার,নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফরসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, সাংবাদিক সকল শ্রেণি পেশার মানুষ।
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম বক্তব্যে বলেন, জাতির জনকের স্বপ্ন ছিল বাংলার মানুষকে একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। বাংলার মানুষ যখন তাদের সঠিক স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই একটি কুচক্রি মহল বাংলার স্বাধীনতার স্থপতিকে সহ পরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ও সোনার বাংলা বির্নিমাণের সঠিক পথে এগিয়ে যাচ্ছে তখনই বিএনপি জামাত আবার গভীর ষড়যন্ত্র শুরু করে।
মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্নার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য রেবেকা খানম। বিএনপি জামাত মিলে যতই ষড়যন্ত্র করুক আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারবেনা। আগামী নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে পূনরায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্প্রাদক অরুণ জ্যোতি ভট্টাচার্য।






Shares