Main Menu

নাসিরনগরের ক্ষতিগ্রস্থ এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ অনিশ্চিত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে স্কুল, মাদ্রাসা, ইউনিয়ন পরিষদসহ প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে গেছে। এর মধ্যে শতাধিক বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। সোমবার ভোর রাতে বয়ে যাওয়া ঝড়ে উপজেলার ১৩টি ইউনিয়নে ১৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। দুই শতাধিক বিদ্যুতের মিটার নষ্ট হয়েছে। ফলে ওইসব এলাকায় কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিয়ে শংকা তৈরী হয়েছে।

নাসিরনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. জসিম উদ্দিন বলেন, এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়নে ১৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে। দুই শতাধিক বিদ্যুতের মিটার নষ্ট হয়েছে। ৫০০ ফুট তার ছিড়ে রাস্তার পাশে পড়ে আছে। কবে বিদ্যুৎ স্বাভাবিক হবে, এখনই কিছু বলা যাচ্ছে না।






Shares