Main Menu

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে::  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) নির্বাচনী আসনে আওয়ামীলীগ,বিএনপি,স্বতন্ত্র ও জোটের প্রার্থী হিসাবে ৭ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। উৎসব মুখোর পরিবেশে বুধবার দুপুরে নাসিরনগর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মোঃ সাইফুল কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদের হাতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এ আসনে আওয়ামীলীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম, বিএনপি প্রার্থী সৈয়দ একরামুজ্জামান,মোঃ ফায়েজুল হক (বি,জে,পি),মাওলানা অাশরাফুল হক, (ইসলামী ঐক্যজোট), মাওলানা হোসাইন অাহমেদ (ইসলামী অান্দোলন), ইসলাম উদ্দিন দুলালী(ইসলামী ফ্রন্ট) ও সৈয়দ নজরুল ইসলাম (স্বতন্ত্র)।

এ সময় সকল প্রার্থীদের সমর্থক ও প্রস্তাবকারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নাসিররনগর উপজেলায় নারী-পুরুষ মিলিয়ে দুই লাখ ১৩ হাজার ৯৭৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের রয়েছে প্রায় ৪০ থেকে ৪৪ হাজারের মতো ভোট।


Shares