Main Menu

নাসিরনগরে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত

+100%-

এম.ডি. মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ  জেলার নাসিরনগরে সড়ক দুর্গটনায় গোকর্ণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ হাসান খাঁ(৬৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী বিএম ফরহাদ হোসেনের নির্বাচনী জনসভার আলোচনা করার জন্য নিজ বাড়ি গোর্কণ হতে চৈয়রাকুড়ি আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
গোকর্ণ ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা বকুল চৌধূরী জানান, একটি অটো চালিত রিক্সা করে তিনি চৈয়ারকুড়ি বাজারে আসার পথে বিপরীত ধিক থেকে আসা সিএনজির সাথে ধাক্কা লাগলে সাথে সাথে অটোরিক্সাটি উল্টে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার জন্য পরামর্শ দেন। জেলা সদর হাসপাতালে যাবার পথে সে মারা যায়।
নিহত হাসান খাঁ দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্প্রীক্ত ছিলেন। নিহত হাসান খাঁ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০১৪ সালে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে বিশাল ব্যবধানে বিএনপি প্রার্থী এম.এ হান্নানকে পরাজিত করে। তিনি গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামের মৃত মালন খাঁর ছেলে।


Shares