Main Menu

নাসিরনগরে যুবদলের সাধারণ সম্পাদকের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন।

+100%-

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে পূর্বভাগ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মুসার ব্যক্তি উদ্যোগে পূর্ব ভাগের বিভিন্ন রাস্তা-ঘাট, বাজার,মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে করোনা প্রতিরোধ জীবাণুনাশক স্প্রে করাসহ হতদরিদ্র সাধারণ মানুষসহ অটোরিক্সা ও সিএনজি চালকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাক্স ও সাবান বিতরণ করা হয়।

৫ এপ্রিল রোববার সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত চলে এ কার্যক্রম। এ সময় ইউনিয়ন যুবদলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণির মানুষজন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বিভিন্ন ফার্মেসী ও মুদি দোকানের সামনে ক্রেতাদের পণ্য কিনতে সচেতন করতে গোল দাগ দেওয়াসহ মানুষকে সচেতন হওয়ার জন্য উৎসাহিত করা হয়।

এ বিষয়ে পূর্বভাগ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মুসা জানান দেশের ক্রান্তিলগ্নে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতি মোকাবেলায় যারযার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানো উচিত।


Shares