Main Menu

নাসিরনগরে মওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

+100%-

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী উদযাপন কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী উদযাপন কমিটির নাসিরনগরের সদস্য সচিব এস.এম. বদিউল আশরাফের সঞ্চালনায় ও আহবায়ক কামরুল চকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাসানী চর্চা কেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়া শাখার সংগঠক অ্যাডভোকেট আব্দুন নূর, তেল-গ্যাস, খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নাসির মিয়া,জাতীয় কৃষক ক্ষেত-মজুর সমিতির ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আব্দুস সুবহান মাখন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। অধিকার বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করেছেন।


Shares