Main Menu

নাসিরনগরে বিজ্ঞান মেলা উদ্বোধন

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই দিনের বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা সদরের আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.লিয়াকত আলী। মেলায় উপজেলার দুটি কলেজ, পাঁচটি মাধ্যমিক বিদ্যালল ও একটি বিজ্ঞান ক্লাবের আটটি স্টল স্থান পেয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাকছুদুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো.আতিকুর রহমান, ফান্দাউক পি কে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শেখ প্রমুখ।


Shares