Main Menu

নাসিরনগরে বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ  নাসিরনগরে খাল থেকে ভাসমান অবস্থায় শামীমা আক্তার(৮) নামের এক বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে স্থানীয় জনতা। ৪ নভেম্বর সকাল ৯টায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর ও পার্শ্ববর্তী উপজেলা লাখাই উপজেলার কামালপুর গ্রামের মধ্যবর্তী স্থান হতে এ লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা মোঃ রেজাউল করিম বলেন,৩ তারিখ আমার ছেলের চিকিৎসার জন্য ঢাকায় চলে যাই। ঢাকা থাকা অবস্থায় আমার বাকপ্রতিবন্ধী মেয়ের নিখোঁজের সংবাদ পাই। পরে স্থানীয়দের পরামর্শে গ্রামের চারটি মসজিদে মাইকিং করে মেয়ের নিখোঁজের খবর প্রচার হয়। পরের দিন সকালে অজ্ঞাত একজন লোক আমায় ফোন করে জানায় একটি শিশুর লাশ খালে দেখতে পাওয়া গেছে। তখন পরিবারের সাথে কথা বলে আমি মেয়ের লাশের বিষয়ে নিশ্চিত হই।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, লাশ উদ্ধারের বিষয়ে আমরা কিছুই জানি না। তবে কেউ অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।


Shares