Main Menu

নাসিরনগরে প্রাথমিক ও ইবতেদায়ীর সমাপনী পরীক্ষা সমাপ্ত

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে::  সারা দেশের ন্যায় জেলার নাসিরনগরে শান্তিপূর্ণ  ভাবে ১৪টি কেন্দ্রেরর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা সমাপ্ত হয়েছে।

এ বছর নাসিরনগর উপজেলা থেকে প্রাথমিকে ৭ হাজার ৩শ ২৬ জন ও ইবতেদায়ীতে ২শ ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করা কথা থাকলেও এর মধ্যে  প্রাথমিকের ২ হাজার ৮শ ৪৯ জন ছাত্র ও ৪ হাজার ৭শ ৭৭ জন ছাত্র- ছাত্রী  পরীক্ষার অংশ নিয়েছে।

প্রাথমিকের ৩২৪ জন ও ইবতেদায়ীর ৫১ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশ নেয়নি। পরীক্ষায় কোন ছাত্র ছ্রাত্রী বহিস্কার নেই বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা জানিয়েছেন।


Shares