Main Menu

নাসিরনগরে নদীভাঙনে ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিতরণ

+100%-

নিজস্ব প্রতিবেদক::  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদীভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ পরিসদের উদ্যোগে এ অনুদান দেয়া হয়।
রোববার দুপুরে রোববার দুপুরে উপজেলার চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ৪৫ জন নদী ভাঙনের শিকার ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রর উপহার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল প্রমুখ।
প্রসঙ্গত- উপজেলার চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় গ্রাম, চকবাজার, চাতলপাড় বড় বাজার, ও বিলের পাড়ের শতাধিক দোকান, ফসলি জমি ও বাড়িঘর ইতোমধ্যে নদীতে বিলীন হয়েগেছে।


Shares