Main Menu

নাসিরনগরে ইয়াবা ব্যবসাীয় আটক

+100%-

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ  নাসিরনগরে এক ইয়াবা ব্যবসায়ী আটকের খবর পাওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক বাজার হতে মোঃ মাহবুবুর রহমান ৩৩ (কাজল) কে আটক করা হয়। শনিবার(৩ নভেম্বর) ভোর ৫.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ইয়াবা ব্যবসায়ী মোঃ মাহবুবুর রহমান ফান্দাউক ইউনিয়নের আজগর মিয়ার ছেলে। সে ফান্দাউক গ্রামের ইসকন পাড়ার ছেলে বলে নিশ্চিত করেন নাসিরনগর থানা পুলিশ।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান,নাসিরনগরের একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হল মাহবুবু। মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের নীতি হল জিরো টলারেন্স। মাদকের বিষয়ে কোন প্রকার ছাড় দেয়া হবেনা।


Shares