সরাইলে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন
মোহাম্মদ মাসুদ ,সরাইল ::সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ বৃন্দাবন চন্দ্রের আখড়া পুকুরে গত শুক্রবার রাতে বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার মাছ নিধনের ঘটনা ঘটেছে।
গ্রামবাসী সূত্র জানায়, মলাইশ বৃন্দাবন চন্দ্রের আখড়ার ৬০ শতাংশের একটি পুকুর আখড়া পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্রমোহন সরকারের মাধ্যমে গত পাঁচ বছর ধরে মাছ চাষ হয়ে আসছিল। কয়েক মাস ধরে এই আখড়ার পরিচালনা কমিটি নিয়ে গ্রামবাসীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। গত শুক্রবার দিবাগত রাতে কে বা কারা পুকুরে বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করে ফেলে।
সত্যেন্দ্রমোহন সরকার বলেন কমিটি নিয়ে বিরোধের কারণেই এমনটি হতে পারে। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
« আওয়ামীলীগ ক্ষমতায় আসলে মানুষের কল্যাণ হয় : আইনমন্ত্রী (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) চরম দুর্নীতি:: সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে। ৩৪ জন চিকিৎসকের মধ্যে উপস্থিত ৬ জন »