মিথ্যা ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সরাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি::দৈনিক আজকালের খবর পত্রিকায় ১ নভেম্বর ২০১৪ খ্রি. এর ১৯ বর্ষের ২৯৭ সংখ্যার ৫ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত “হরতালে নাশকতার পরিকল্পনা ব্রাহ্মণবাড়িয়া জামাতের আমিরের বাড়িতে গোপন বৈঠক” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা সংবাদটি পড়ে বিষ্মিত, হতভম্ব ও ক্ষুদ্ধ হয়েছি। সংবাদটিতে হীন উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিহাতা গ্রামের বাসিন্দা বয়োজেষ্ঠ ব্যক্তিত্ব হাজি মো.আব্দুর রহমানকে সদর উপজেলার জামায়াতের সিনিয়র সহসভাপতি ও বুধল ইউনিয়ন শাখার সভাপতি উল্লেখ করা হয়েছে। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। সংবাদটিতে হীন উদ্দেশ্যে তাঁর পরিবারের সদস্য ও নিকট আত্মীয়-স্বজনকে একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে উল্লেখ করে তাঁর বসত বাড়িতে গত শুক্রবার (৩১.১০.১৪) সকালে এক বৈঠকে মিলিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ওই সংবাদে হাজী আব্দুর রহমানসহ তাঁর স্বজনরা হরতালকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করার মত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশ করা হয়েছে। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদটিতে যাদেরকে জামায়েত শিবিরের নেতা-কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে তারা মূলত শান্তিপুর্ণ নিরীহ মানুষ। তাদের রাজনৈতিক কোন পরিচয় নেই। উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই পত্রিকায় সংবাদটি প্রেরণ করা হয়েছে।
সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন বুধল ইউনিয়ন পরিষদের ০৬ নম্বর ওয়ার্ডের (খাটিহাতা ও বেতবাড়িয়া) সদস্য মোঃ আবু চাঁন ও সাবেক ইউপি সদস্য মোঃ আইয়ুব আলী ভূইয়া, হাজী আব্দুল খালেক, হাজী জালাল আহাম্মেদ, আলী আহাম্মদ, আবুল ফজল, আবুল কালাম, আবুল হোসেন, মিজানুর রহমান, আলাল উদ্দিন, ইদ্রিস ভূইয়া, মন্নর আলী, মাহমুদুর রহমান, মোঃ সোহাগ প্রমূখ।