Main Menu

সরাইলে অস্ত্র সহ তিন পরিবহন ডাকাত আটক

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল
সরাইলে অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম সহ দূর্ধর্ষ তিন পরিবহন ডাকাতকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সিদ্দিক ও আবদুল আলীমের নেতৃত্বে একদল পুলিশ মহাসড়কে টহল দিচ্ছিল। কুট্রাপাড়া মোড়ের নিকট সড়কের পাশে ছয় সদস্যের সংঘবদ্ধ একদল ডাকাত পরিবহনে ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি আঁচ করে ফেলে পুলিশ। পুলিশ দুই দিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাত ও পুলিশের মধ্যে চলে দস্তাদস্তি। তিন ডাকাতকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটকের পর ডাকাতদের কাছ থেকে খেলনার পিস্তল, মুখোশ, ছোড়া ও চাপাতি সহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ডাকাতরা হলো- নাসিরনগর উপজেলার ভলাকূট ইউনিয়নের আলফাজ মিয়ার ছেলে পায়েল (২০), সদর উপজেলার বুধল ইউনিয়নের খাটিয়াতা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে রুবেল (২২) ও মৈন্দ গ্রামের আবু তাহেরের ছেলে মোবারক (২৮)। এদের প্রত্যেকের বিরুদ্ধে সরাইল সহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গত ২৪ এপ্রিল মহাসড়কে যাত্রীবাহী একাধিক পরিবহনে ডাকাতির কথা স্বীকার করেছে মোবারক ও পায়েল। ওই ডাকাতির পর মোবারক ভাগে পেয়েছে দশ হাজার ও পায়েল পেয়েছে আট হাজার টাকা। তিন ডাকাতের কাছ থেকে লুন্ঠিত টাকার চার হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। 






Shares