Main Menu

মুঠোফোনে চাঁদা দাবী ও হত্যার হুমকি; থানায় মামলা, আসামী জীবন গ্রেপ্তার

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে
সরাইলে মুঠোফোনে ব্যবসায়ীর নিকট মোটা অংকের চাঁদা দাবী করা হয়েছে। অপারগতায় দেয়া হয়েছে হত্যার হুমকি। হুমকিদাতা একাধিক ডাকাতি ও ইভটিজিং মামলার আসামী জীবনের (৩০) বিরুদ্ধে চাঁদাদাবীর অভিযোগে মামলা হয়েছে। গত শুক্রবার ভোরে জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও গ্রামবাসী জানায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দীঘির পশ্চিম পাড়া এলাকার মরম আলীর পুত্র জীবন। সে দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তার বিরুদ্ধে মাধবপুর, সরাইল সহ কয়েকটি থানায় ইভটিজিং ডাকাতি চাঁদাদাবী ও গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগে মামলা রয়েছে। সম্প্রতি জীবন শাহবাজপুরের মৎস ব্যবসায়ী মাওলানা সোলাইমান সাদীর নিকট মুঠোফোনে একাধিক নাম্বার ব্যবহার করে মোটা অংকের চাঁদাদাবী করছেন। যথা সময়ে যথা স্থানে চাঁদা দিতে ব্যর্থ হলে সাদীকে হত্যা করার হুমকি দেয় জীবন। বিষয়টি সাদী সরাইল থানাকে অবহিত করেন। গত শুক্রবার ভোরে সরাইল থানার এস আই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জীবনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। জীবনের গ্রেপ্তারের খবরে গোটা শাহবাজপুরের লোকজন স্বস্থির নিঃশ্বাস ফেলেছেন। তার দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে গত শুক্রবার সন্ধায় স্থানীয় মৎস ব্যবসায়ী ও সাধারন লোকজন মহাসড়কে মিছিল করেছেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আরশাদ জীবনকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরন করেছি।






Shares