Main Menu

সরাইলের বিখ্যাত হাঁসুলী মোরগের ‘মোরগ লড়াই’

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে ::
সরাইলে সৌখিন হাঁসুলী মোরগ পালনকারীদের অংশ গ্রহনে আকর্ষনীয় মোরগ লড়াই অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের মাঠে সরাইল হাঁসুলী মোরগ পালনকারী সংগঠনের সভাপতি মোঃ উজ্জল মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত লড়াই খেলায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি মোঃ বাবুল রানা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন- ঢাকার মোঃ রেজু মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার মোঃ সেলিম মিয়া, উচালিয়া পাড়ার সাঈদ মেম্বার, মোঃ জাকারিয়া ও সরাইল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মাহবুব খান বাবুল।

সংগঠন সূত্রে জানা যায়, লড়াইয়ে ঢাকা সৌখিন হাঁসুলী মোরগ সংঘের ছয়টি ও সরাইল মিতালী হাঁসুলী মোরগ সংস্থার ছয়টি মোরগ অংশ গ্রহন করে। দিন ব্যাপি অনুষ্ঠিত এ লড়াইয়ে ১২ টি মোরগ নানা রণ কৌশল দেখিয়ে উপস্থিত সহস্রাধিক দর্শককে মাতিয়ে তুলে। মোরগের প্রতি মালিকদের আদর যত্ন অনেকটা নিজের সন্তানের মতই। মুখ ও জিহবা দিয়ে লড়াইরত মোরগ গুলির শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত চুষার দৃশ্য মায়ের মমতাকে ও হার মানায়। লড়াইয়ের মাঠে নিজের মোরগ আঘাত পেলে মালিকের চোখ গড়িয়ে পানি আসে। হাঁসুলী মোরগের জন্য বিখ্যাত এ সরাইলের খ্যাতি ও সুনাম ধরে রাখার জন্য প্রতি বৎসর এমন প্রতিযোগীতার আয়োজন অত্যাবশ্যক বলে জানিয়েছেন উৎসুক দর্শক। বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপি,র যুগ্ম আহবায়ক ও সদ্য পাস করা উপজেলা চেয়ারম্যান (শপথ হয়নি) আলহাজ্জ এ্যাডভোকেট আবদুর রহমান। মোরগ পালনকারী উজ্জল মিয়া বলেন, কুকুর ও হাঁসুলী মোরগের জন্য সরাইল বিখ্যাত। দেশ বিদেশে এর খ্যাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা ইতিহাসের একটা অংশ। আমরা ইতিহাস থেকে মুছে যেতে চাই না। আমার দুটি মোরগ আছে। তারপরও আরো তিনটি মোরগ ১ লাখ ২০ হাজার টাকায় ক্রয় করেছি। ঐতিহ্যবাহী এ মোরগ ও লড়াইকে ঠিকিয়ে রাখতে হলে উপজেলা প্রশাসনকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে।






Shares