Main Menu

জামায়াত শিবিরের সন্ত্রাস নৈরাজ্য রোধে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ কমিটি গঠন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল

১৯৭১ সালের কায়দায় দেশ ব্যাপী জামায়াত শিবিরের ভাঙচুর গণহত্যা আর সন্ত্রাস নৈরা জ্য প্রতিরোধের শপথ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিরোধ কামটি গঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধারা এ কমিটি গঠন করেন। এ উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদে যুদ্ধকালীন থানা কমান্ডার আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভা হয়। পরে এ্যাডভোকেট আব্দুর রাশেদকে আহবায়ক এবং আব্দুস সালামকে যুগ্ম আহবায়ক করে ২৯ সদস্যের প্রতিরোধ কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় ৭১ ’র পরাজিত শক্তি জামায়াত শিবিরকে শক্ত হাতে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রতিরোধ কমিটি আগামী ২৮ ডিসেম্বর সভা করে পরবর্তী কর্মসূচী ঘোষনা করবেন। আব্দুর রাশেদ বলেন, স্বাধীনতা বিরুধী পরাজিত শক্তি ৭১ সালের আদলে গণহত্যা, লুটাপাট আর ভাঙচুরে মেতে উঠেছে। তাদের আর সুযোগ দিতে পারি না। দেশের সর্বস্থরের জণগনকে সাথে নিয়ে তাদেরকে আবার পরাজিত করে দেশকে কলঙ্ক মুক্ত করবো।






Shares