সরাইলে বিজয় দিবস পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল
সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৪৩তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। রোববার রাত ১২টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করে উপজেলা প্রশাসন। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের নেতৃত্বে স্থানীয় আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, হুমায়ুন কবিরের নেতৃত্বে জাতীয় পার্টি (এরশাদ), বিএনপি, সরাইল প্রেস ক্লাব, অন্যান্য রাজনৈতিক অঙ্গসংগঠন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। গতকাল সোমবার সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে অন্নদা স্কুল মাঠে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনে কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের রজনি গন্ধা ফুল দিয়ে বরন করে দেয়া হয় সংবর্ধনা ও উপহার। নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বাদ যোহর উপজেলার সকল মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বিকেলে দুই ইভেন্টে ফুটবল খোলা শেষে পুরস্কার বিতরন করা হয়।