Main Menu

আওয়ামীলীগের মনোনয়ন পত্র বিক্রয় শেষ : ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রার্থী ১৫ জন

+100%-

 

মোহাম্মদ মাসুদ : গতকাল রোববার ছিল বাংলাদেশ আওয়ামীলীগের দশম জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পত্র বিক্রয়ের শেষ দিন। দলের মনোনয়ন পত্র ক্রয়ে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া- ২ ( সরাইল- আশুগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় একাধিক সূত্র জানায়, এ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করে সমগ্র বাংলাদেশে দ্বিতীয় হয়েছে। সরাইল থেকে চারজন, সদর থেকে একজন ও শুধু আশুগঞ্জ থেকে ক্রয় করেছেন দশ জন। মনোনয়ন পত্র ক্রয়ের তালিকায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, সরাইল থেকে শহীদ আওয়ামীলীগ নেতা এ কে এম ইকবাল আজাদের স্ত্রী মিসেস শিউলী আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি (কার্যক্রম স্থগিত কমিটির) আবদুল হালিম, সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর ও সাবেক জেলা প্রশাসক মোঃ ফরহাদ রহমান মাক্কি। আশুগঞ্জ থেকে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু, মঈনউদ্দিন মঈন, কামরুজ্জামান আনছারী, কামাল আহাম্মেদ দুলাল, হাজী মোঃ সফি উল্লাহ, মোঃ আনিছুর রহমান, মোঃ ফিরোজ মিয়া, এম ইছহাক ভ’ইয়া, আবদুল হান্নান রতন ও শাহ মফিজ মিয়া।






Shares