Main Menu

সরাইলে হরতাল পালিত,আইন-শৃঙ্খলা সভা ফাঁকা

+100%-

মোহাম্মদ মাসুদ , সরাইল থেকে : মহাজোট সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন সরাইলে যথাযথ ভাবে পালিত হয়েছে। সকাল ৭টা থেকে দলীয় নেতাকর্মী ও পিকেটাররা মাঠে নামে। তারা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্রাপাড়া মোড় ও বিশ্বরোড মোড়ে  দীর্ঘক্ষণ মিছিল এবং পিকেটিং করেন। মহাসড়কে দূর পাল্লার কোন যানবাহন ও অটোরিক্সা চলাচল করেনি। হরতাল সমর্থন কারীরা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক ও সরাইল- অরুয়াইল সড়ক অবরোধ করে রাখে। এ ছাড়া শাহবাজপুর, কালিকচ্ছ ও চুন্টায় ছাত্রদলের নেতা কর্মীরা সকাল থেকেই পিকেটিং করেছে। বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সমূহ সকাল থেকেই বন্ধ থাকে। ফলে গতকালের হরতালে অনেক সরকারি কর্মকর্তা আতঙ্ক গ্রস্থ হয়ে পড়েন। হরতালের কারনে মহাসড়ক সহ অন্যান্য সড়কে যানবাহন না থাকায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা পায়ে হেঁটে অফিসে আসেন। উপজেলা আইন-শৃঙ্খলা সভায় উপস্থিতি ছিল একেবারেই নগন্য। ব্যাংক গুলোতে বিলম্বে কার্যক্রম শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম। সকাল সাড়ে নয়টায় উপজেলা বিএনপি ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর, আনোয়ার হোসেন মাষ্টারের নেতৃত্বে ও বিএপি’র অপর যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবদুর রহমানের নেতৃত্বে পৃথক দুটি মিছিল সরাইল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পথ সভায় মিলিত হয়। পরে উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন ও সম্পাদক মোঃ এনাম খা’র নেতৃত্বে একটি মিছিল এবং ইসলামী ঐক্যজোটের সম্পাদক হাজী ইসহাকের নেতৃত্বে একটি মিছিল সম্মিলিত সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও যুবদল ছাত্রদলের নেতত্বাধিন মিছিলে যোগ দেন।






Shares