Main Menu

সরাইলে বাস চাপায় যুবকের মৃত্যু, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

+100%-

সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মো.হানিফ ভূইয়া (৪০) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। গত বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শান্তিনগর নামক বাস ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। নিহত হানিফ আশুগঞ্জ উপজেরার কামাউড়া গ্রামের মো.কুতুব উদ্দিন ভূইয়ার ছেলে। এ ঘটনার প্রতিবাদে এবং শান্তিনগর বাস ষ্ট্যন্ডে গতিরোধক নির্মানের দাবিতে কয়েকশ লোক মহাসড়ক অবরোধ করে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সোয়া সাতটার দিকে শান্তিনগর বাস ষ্ট্যন্ডে বাস চাপায় এক যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে লোকজন মহাসড়কে জড়ো হতে থাকে। কিছুক্ষনের মধ্যে কয়েকশ লোক মহাসড়কে অবস্থান করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। তারা বাস চাপায় যুবকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং শান্তিনগর বাস ষ্ট্যন্ডে গতিরোধক নির্মানের দাবিতে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
পরে সরাইল থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী ঘটনাস্থলে পৌছে শান্তিনগর বাস ষ্ট্যন্ডে গতিরোধক নির্মানের আশ্বাস দিলে জনতা রাত নয়টার দিকে অবরোধ তুলে নেয়।






Shares