Main Menu

সংবাদ প্রকাশের জের ধরে সরাইলে সংবাদিক লাঞ্ছিত

+100%-
সরাইল  প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় দৈনিক খবর স্থানীয় দৈনিক প্রজাবন্ধু ও ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডটকম অনলাইন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদকে লাঞ্ছিত করেছে কয়েকজন দুস্কৃতকারি। কালীকচ্ছ গ্রামের বাসিন্দা এবং বাজারের একজন ব্যবসায়ী। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কালীকচ্ছ বাজারে এ ঘটনা ঘটে।
মাসুদ ও বাজার সংলগ্ন কথিত একটি মাদ্রাসার অনিয়মও স্বেচ্চারিতার নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই মাদ্রাসার পরিচালনার দায়িত্বে স্থানীয় লোকজন জানায় বছর খানেক আগে, দৈনিক খবর,দৈনিক মানবজমিন ও স্থানীয় দৈনিক প্রজাবন্ধু পত্রিকায় কালীকচ্ছ আছেন কালীকচ্ছ গ্রামের মো. ইদ্রিস মিয়া। এনিয়ে ইদ্রিস মিয়া ও তার পরিবারের লোকজন সাংবাদিক মোহাম্মদ মাসুদকে বিভিন্ন সময়ে হুমকি ধমকি দিয়ে আসছিল। গত শনিবার সন্ধ্যায় মাসুদ তার দোকানে বসা ছিলেন। এ সময় ইদ্রিস মিয়া (৩২), তার বড় ভাই হুমায়ূন মিয়া (৩৫), ছোট ভাই বিল্লাল মিয়া (৩০) ও সোহেল মিয়া (২৮) আরও অজ্ঞাতনামা ৩/৪  জনকে নিয়ে মাসুদের ওপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে। তাঁর জামা কাপড় ছিড়ে ফেলে। সেই সাথে একটি ক্যামেরা, মুঠোফোনসেট ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যপারে সরাইল থানায় সাধারন ডাইরি করা হয়েছে যার নং ৪৯৪।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তি বলেন , অভিযোগ পেয়ে তদন্তকরে আইনানুগ ব্যবস্থা  নেব। 





Shares