সরাইলে সালিশকারক হানিফ খুন। ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা
প্রতিনিধিঃ সরাইলে সালিশকারক হানিফ মিয়া খুনের ঘটনায় গতকাল মঙ্গলবার নিহতের ছোট ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় ছয় জনকে আসামী করা হয়েছে। সরজমিনে দেখা যায়, হানিফ মিয়ার প্রতিপক্ষ ছোয়াব মিয়া ও তার স্বজনরা বসত ঘরে তালা ঝুলিয়ে গাঁ ঢাকা দিয়েছে। মামলার আসামী হওয়ার ভয়ে গ্রামের একাংশ হয়ে পড়েছে পুরুষ শুন্য। গ্রামে অবস্থানকারী পুরুষ ও মহিলাদের মাঝে বিরাজ করছে আতঙ্ক। এ খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারের উদ্যেশ্যে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরুধের জের ধরেই গত রোববার গভীর রাতে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে হানিফ মিয়াকে। ধারালো অস্রের সাহায্যে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে ক্ষত বিক্ষত করা হয়েছে। মৃত্যু নিশ্চিত হয়ে হানিফের লাশ চুন্টা ইউনিয়নের বড়াইল ও কালিকচ্ছ ইউনিয়নের চানপুর গ্রামের মাঝে খালিমাঠে একটি খালে ফেলে রাখে খুনীরা। পরের দিন (গত সোমবার) ভোরে খবর পেয়ে পুলিশ হানিফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কামরুজ্জামান বলেন, আসামী গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। |
« সরাইলে সড়ক দূর্ঘটনায় এক দিন মজুর নিহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) পৈরতলায় দু’দলের সংঘর্ষে আহত- ২০জন ॥ ২৫টি হাত বোমার বিষ্ফোরণ »