সরাইলে অস্থায়ী ছয় গরুর হাটের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা
মোহাম্মদ মাসুদ : সরাইলের অস্থায়ী ছয়টি গরুর হাটের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। সরাইল উপজেলা গরুর বাজারের ইজারাদার বিল্লাল হোসেন ২৯ সেপ্টেম্বর এক রিট আবেদন করেন। ৩০ সেপ্টেম্বর শুনানী শেষে এ আদেশ জারি করা হয়। সরাইল গরুর বাজার কমিটি সূত্রে জানা যায়, উপজেলা সদরের একমাত্র সরকারি গরুর বাজারটি নিয়ম মাফিক প্রত্যেক বছর এক সনা ইজারা দেওয়া হয়। উপজেলার নয়টি ইউনিয়নের ক্রেতা বিক্রেতারা এখানে আসেন। গত দুই বছরে উপজেলায় পাঁচটি নতুন অস্থায়ী গরুর হাট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশে ইজারা দেওয়া হয়। সম্প্রতি গত ১৮ সেপ্টেম্বর শাহবাজপুরে নতুন করে একটি অস্থায়ী গরুর হাট ইজারা দেয়া হয়। অন্য পাঁচটি হাট হলো- অরুয়াইল, আজবপুর, বেড়তলা, দেওবাড়িয়া ও জয়ধরকান্দি। এতে করে বিল্লাল হোসেন উচ্চ আদালতে রীট আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর বিষয়টির উপর শুনানী হয়। শুনানী শেষে বিজ্ঞ আদালত ওই ছয়টি হাটের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা জারির পরও হাট গুলোতে চলছে গরু ছাগল ও মহিষ ক্রয় বিক্রয়। বেড়তলা বাজারের ইজারাদার বাচ্চু মিয়া বলেন, বাজার বন্ধ করার জন্য সরকার আমাকে কোন কাগজ পত্র দেয়নি। এ বছর ৬০ হাজার টাকা সরকারকে দিয়ে বাজার ইজারা এনেছি। মুখ দিয়ে বললেই বাজার বন্ধ করে ফেলব ? উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, কোরবানির ঈদের সময়ে সরকারি ভাবে সারা দেশেই অস্থায়ী কিছু বাজার ইজারা দেওয়া হয়ে থাকে। হাইকোর্ট থেকে বাজার বন্ধ করে দেওয়ার কথা বলা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখছি। |