সাংবাদিক ও শিশু সংগঠক নিয়াজর বিরুদ্ধে মামলা, সরাইল প্রেসকাবের ক্ষোভ নিন্দা ও প্রতিবাদ
মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক শিশু সংগঠক নিয়াজ মোহাম্মদ খান বিটুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সরাইল প্রেস কাব। বুধবার সকালে একযুক্ত বিবৃতিতে প্রেস কাবের সাংবাদিকগণ বিটুর বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিতে সাংবাদিকগণ বলেন, অন্যায়ভাবে তাকে মামলায় আসামী করা হয়েছে। সরাইল প্রেস কাব এহেন হীন ষড়যন্ত্র মূলক মামলা করায় তীব্র ক্ষোভ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে দেশের সকল সাংবাদিকদের পেশাগত ঐক্যগড়ে তোলার আহ্বান জানানো হয়। বিবৃতিদাতারা হলেন দৈনিক ইনকিলাবের সরাইল উপজেলা সংবাদদাতা ও প্রেস কাবের সভাপতি মোঃ আইয়ুব খান, দৈনিক প্রথম আলোর উপজেলা প্রতিনিধি ও প্রেস কাবের সম্পাদক বদর উদ্দিন বদু, দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি এম এ মুসা, দৈনিক সংবাদের প্রতিনিধি, সাপ্তাহিক পরগনার প্রকাশক ও সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি শেখ মোঃ ইব্রাহিম, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোঃ জুলকার নাঈন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মাহবুব খান বাবুল, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম রিপন, দৈনিক দি নিউজের প্রতিনিধি মোহাম্মদ আলী, অনলাইন এবি নিউজের জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম দুলাল, পাক্ষিক বাতায়নের প্রকাশক ও সম্পাদক সুলতানা জেসমিন মুসা, দৈনিক খবরের প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডট কম এর মোহাম্মদ মাসুদ ও দৈনিক দেশের পত্রের জেলা প্রতিনিধি তৌফিক আহমেদ তফছির। সাংবাদিক শিশু সংগঠক নিয়াজ মোঃ খান বিটুকে অবিলম্বে মামলা থেকে অব্যাহতি প্রদানের আহ্বান জানিয়েছেন তারা। সভায় গুরুতর অসুস্থ্য ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সাবেক সভাপতি, বাংলাদেশ বেতারের প্রতিনিধি ও প্রবীণ শিক্ষাবিদ মনসুর কামালের দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। |