Main Menu

সরাইলে সংঘর্ষে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক

+100%-


প্রতিনিধিঃ সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত যুবক মহব্বত খাঁর (২৫) অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রতিপক্ষের লোকজন সুযোগে মহব্বতের স্বজনদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করছে। গত বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের প্রতিহত করে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত ২৪ জুন শবে-বরাতের রাতে মসজিদে বসাকে কেন্দ্র করে আবদুল বাছির মিয়ার ছেলে আনিছ (২২) তার প্রতিবেশী জয়নাল খাঁর শিশু পুত্র সৌরভের (১০) মধ্যে প্রথমে তর্ক বিতর্ক হয়। পরে আনিছ সৌরভকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের দুই শতাধিক লোক দেশীয় অস্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন লোক আহত হয়। গুরুতর আহত যুবক মহব্বত খাঁকে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় জয়নাল খাঁ বাদী হয়ে ১১ জনকে আসামী করে ২৫ জুন সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল বৃহস্পতিবার মামলাটি নথিভূক্ত করেছে পুলিশ। গত বুধবার সকালে জয়নাল খাঁর ভাইপো মামুনের বাড়িতে হামলা চালায় আসামীরা। এ সময় তারা মামুনের বসতঘর ভাংচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।    






Shares