Main Menu

সরাইল উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে হরতাল পালিত

+100%-

বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১৮ দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি সরাইল থানা বিএনপি ও সকল অংগ সংগঠনের উদ্যোগে সরাইলে সফলভাবে পালিত হয়েছে। বিএনপি ও অংগ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী  এ সময় সরাইল অন্নদা স্কুল মোড়ে একত্রিত হয়ে সরাইল থানা বিএনপি’র সাবেক সভাপতি ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডঃ আব্দুল রহমানের নেতৃত্বে বিশাল মিছিল সহ সরাইলের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিল শেষে এডঃ আব্দুল রহমানের সভাপতিত্বে সরাইল অন্নদা স্কুল মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় । উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি’র নেতা আবু তাহের, জয়েল মেম্বার , এনামুল হক লোকমান, আরিজ মেম্বার, মালু মুন্সি, আতিকুল রহমান চেয়ারম্যান(সাবেক), ইসলামী ঐক্যজোট নেতা মৌলানা ইদ্রিছ, মৌলানা আনিছ, হাছেন আলী, রাহিম, রাজু, সবুজ, মিন্টু, সুমন, ইকবাল, হৃদয়, বাবু, শ্রমিক দল সেক্রেটারি ডি এম আলী , আওলাদ, ফিরোজ মিয়া, যুবদল নেতা বাবু, বিএনপি নেতা আলী মিয়া,বাবুল মিয়া, যাদব আলী . বিপ্লব । দুলাল মিয়া , এডঃ গিয়াসউদ্দিন ঠাকুর, মরম আলী, শফীকুল ইসলাম, আরমান, সুমন, ঈমান, আবু হোসেন পল্লব দত্ত, কামরুল, কামাল, আলাল, জালাল, রাকিব, জুয়েল , আসমত, জিলাল, আলমগীর, শুক্কুর প্রমুখ ।(প্রেস বিজ্ঞপ্তি)


Shares